Posts

Showing posts from March, 2022

অহংকার পরিণতি নিয়ে একটি রম্য কবিতা।ব্যাঙ মশাইয়ের গর্ব

Image
  ব্যাঙ ও ষাড়ের পরিচয়ঃ মটকা ষাড়ে বিশাল মাঠে  খাচ্ছে সবুজ ঘাস, মাঠের পাশেই ছোট্ট নালায়  ব্যাঙ মশায়ের বাস।  ব্যাঙের হিংসাঃ মটকা ষাড়ের শরীর দেখে  হিংসা হল ষাড়ের,  নাক ফুলিয়ে গ্যাত গ্যাত করে  কাছে আসল ষাড়ের।  ব্যাঙের গর্বঃ   ষাড়কে বলে ব্যাঙ মশাইয়ে এই যে হ্যালো ব্রাদার!! আমার থেকে এত চিকন  শরীর কেন তোমার?  ষাড় ও ব্যাঙের তর্কঃ মটকা ষাড়ে ব্যাঙকে বলে  এইকথা নয় হাছা,  এইটা নিয়ে ব্যাঙও ষাড়ের চলল মুবাহাছা। বিচারকঃ কাযি মেনে শিয়াল মামারে ডাকল দুজন মিলে, শিয়াল মামা আসল দৌড়ে  আপন কর্ম পেলে।  পন্ডিত রাজা শিয়াল মামা কাঠাল ভেঙে খায়, ঈষৎ ভেবে ব্যাঙকে শিয়াল  ঘটনা কি জিগায়।  ব্যাঙের অভিযোগঃ ব্যাঙ বলে আমি বেশি মোটা ষাড় মানেনা তা, শিয়াল পন্ডিত হেসে বলে  এইটা কোন কথা??  শিয়ালের বিচারঃ কেমনে তুমি এত মোটা একটু দেখাও আমায়,  আস্তে ধীরে বোকাব্যাঙ নিজের  উদর ফুলাই। খুচা মেরে শিয়াল মামা বলল ব্যাঙকে ব্রাদার,  ষাড়ের মত হয়নি বন্ধু এখনো শরীর তোমার।  ব্যাঙের পরিণতিঃ গর্ব হেতু টপকালো ব্যাঙ নিজ সীমানার প্রাচীর...