বই প্রেমী


কলমেঃ


আব্দুল মুকিত রাজি,,

বই প্রেমীরা বইয়ের পাতায় ডোবে থাকে সদা,

জ্ঞানের উৎস কেতাব পড়ে মিটায় জ্ঞানের ক্ষুধা। 

বইয়ের সাথে আলাপ করে 

কাটায় সারাদিন, 

বইজ্ঞান দিয়ে করে তাদের 

জীবনটা রঙিন।

বইয়ের পাতায় লুকায়িত জ্ঞানের প্রদীপখানি, 

সেই প্রদীপটি নাও কুড়িয়ে ওহে সোনার মণি। 

কেতাব হল শ্রেষ্ঠ বন্ধু

প্রতারক সে নয়, 

কেতাব বিনা ভিন বন্ধুরা 

প্রতারকও হয়। 

তাই হে জ্ঞানী বানাও তুমি বইকে জীবন সাথী, 

জ্ঞানের আলোয় জালাও তুমি ধরায় জ্ঞানের বাতি।

সোনার মানুষ বনে যাবে 

বইয়ের পরশ লাগলে, 

কুল দুনিয়া লুটাবে এসে 

তোমার পদতলে। 

যারাই ধরায় স্বরণীয়, হয়েছে বইয়ের তরে, 

যুগ যুগ ধরে লোক তাদেরে হাজার সালাম করে। 

Comments

  1. যারা লেখাটা পড়বেন, কমেন্ট না করে যাবেন প্লিজ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান