বিকাল
লাগে খুব ভালো,
সেই সময়ে নিভতে থাকে
দিবাকরের আলো।
বিকাল বেলা মনে পড়ে
অতীতকালের স্মৃতি,
সাঝের চাদর দেয় বিছিয়ে
সুষমা প্রকৃতি।
বিকাল বেলা পক্ষিকুলে
নিজ গৃহে চলে আসে,
গগন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে
গোধূলি রং ভাসে।
বিকাল বেলা খেলায় মাতে
পাড়ার ছেলে মেয়ে,
রাখাল সবাই গ্রামে ফিরে
ছাগল, গরু নিয়ে।
বিকাল বেলা নদীর দৃশ্য
দেখতে অনুপম,
সারাদিনের কালের মধ্যে
বিকাল অন্যতম।
,,,আব্দুল মুকিত রাজি,,,

সুন্দর প্রকাশ
ReplyDelete