শান্তির রবি
প্রভুর হাবিব নবী মুহাম্মাদ
সুখ- শান্তির রবি ,
যার জন্য সৃজন হল
এই ধরণীর সবি।
দো-জাহানে তার সমতুল্য
নাইযে কেহ আর,
ন্যায়পরায়ণ, পাপমুক্ত,
প্রতীক মানবতার।।
তার উছিলায় পূর্বাকাশে
আজো উঠে দিবাকর,
টিকে আছে মানবজীবন
নির্ঝরীনি, ভূধর।

হে রাসুল ভালোবাসি তোমারয়!!!
ReplyDelete