ভুলে যেও
যাবো চলে একেবারে
অচিনপুরে,
তোমাদের মাঝে আর
আসিব না ফিরে।
কাউকে আর ভালোবেসে
করিব না ভুল,
নিরালায় কেদে কেদে
দিব না মাশুল।
রাখিব না চাপা দিয়ে
ব্যাথাগুলো আর,
থাকিব না কাটা হয়ে
কারো পথচলার।
গড়িব না সখ্যতা
কাহারো সনে,
আকিব না কারো ছবি
দিল গহীনে।
যথাচ্ছে নব সাজে
সাজিব সেথায়,
ভেসে যাব মন সুখে
সুখের ভেলায়।
বানাব আপন হাতে
নূতন মাকান,
নির্জনে যাব শুনে
কবিদের গান।
বেধে থাকি যদি কাউকে
স্মৃতির ডোরে,
ভুলে যেও চিরতরে
সে ডোর ছিড়ে।
থাকি যদি ব্যাথা দিয়ে
কভু কাউরে,
দিও তবে দয়া করে
মাফ আমারে।

চমৎকার অনুভূতি!!!
ReplyDelete