এলোমেলো
সুভাসমাখা পূষ্পগুলো
তৃণার বাগে ফুটে,
মৌমাছিরা উড়ে এসে
নেয় মধু সব লুটে।
পথের ধারে গভীর রাতে
শিয়ালমামা হাকে,
মাছ ধরিয়ে বকের দলে
গভীর ধ্যানে থাকে।
সাতসকালে প্রবাহিত হয়
মৃদুমন্দ বাতাস,
মেঘাড়ালে যায় লুকিয়ে
তারাখচিত আকাশ।
ভাবুক রাজি মন-হরষে
লিখে নূতন গান,
সুখহারাদের মৃতপ্রাণে
ঘটায় সুখের বান।
চারণমাঠে রাখাল ছেলে
ছাগল, গরু ছেড়ে,
কাপন তুলে তন ও মনে
বাশের বাশির সুরে।
নদীবুকে মাঝি-মাল্লারা
উড়িয়ে নায়ের পাল,
বেঈঠা ধরে সবাই তুলে
ভাটিয়ালি গানের তাল।
অচিনপুরের ছোট্ট খোকা
একা মুচকি হাসে,
সর্বলোকেই সবচে বেশি
নিজেকে ভালোবাসে।

বাহ! চমৎকার!!!
ReplyDelete