কল্প কথা
কলমেঃ আব্দুল মুকিত রাজি
ভোরপ্রভাতে হাঁটতে গিয়ে
তাকিয়ে দেখি,
দূর্বা সবে ঘুমিয়ে আছে
শিশির মাখি।
পূর্বাকাশে দিচ্ছে উঁকি
লাল দিবাকর,
দৈত্যে’র ন্যায় দাঁড়িয়ে
আছে উচ্ছ ভূধর।
পাখী সবে ডাকছে বসে
গাছের ডালে,
মৎস সবে করছে খেলা
দিঘীর জলে।
মোরে দেখে বলল সবে
সুস্বাগতম ভ্রাতা,
গল্প, কাব্য, ছড়া হবে
নাচবে লতাপাতা।
করল আরয মোর নিকটে
সবাই মিলে ওরা,
শুনাই যেন আমার লিখা
কোন একটা ছড়া।
কবিতা আবৃত্তি শুরু করি
কাব্যখাতা খুলে,
ফুলকলিরা শুনতে কাব্য
আসলো দলে দলে।
আসর শেষে সবার থেকে
নিলাম ইতি বিদায়,
সেই দিনটি সংরক্ষিত
আজও স্মৃতিপাতায়।

চমৎকার অনুভূতি
ReplyDelete