রাসুলের গুনগান
মূলঃ শেখ সাদী (রহ)
অনুবাদঃ আব্দুল মুকিত রাজি
যতদিন মুখে মম
থাকবে যবান,
ততদিন যবানে রবে
রাসুলের গুনগান।
আল্লাহর প্রিয় তিনি
সর্বনবীর প্রধান,
আরশে আজিম তার
হেলান দেয়ার স্থান।
তিনি এমন বাদশাহ
বুরাক যার বাহন।
ফলে নীলছাদ ছেদিয়া
করিলেন গমন।
আরো মজার কবিতা পড়তে ক্লিক করুন

হে রাসুল তোমায় ভালোবাসি!!
ReplyDelete