যোগ্যতা,নিজেকে গুছিয়ে নেয়ার মতো সুন্দর লেখা

       


  যোগ্যতা 

কলমেঃ আব্দুল মুকিত রাজি 


মানুষের উপরে মানুষের যে প্রভাব থাকে তা বেশির ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে যোগ্যতার উপর ভিত্তি করে। যোগ্যতা মানুষ কে স ফলতার বুল ন্দ শৃঙেউঠিয়ে দেয়। চাকরি -বাকরি, ব্যবসা -বাণিজ্য, পড়া লেখা অর্থাৎযে সেক্টরেই বলনা কেন, যোগ্যদের জন্যই থাকে শ্রেষ্ঠ মাকাম নির্ধারিত। অযোগ্যরা তলিয়ে যায় লজ্জা শরমের সাগরে। এর কারণ হল অযোগ্যরা সর্বক্ষেত্রে থাকে সংশয়ে, পারবো কি পারবো না? আমার দ্বারা এ কাজ হবে কি হবে না? নিজেরাই পিছিয়ে থাকে। তাই কথায় আছে , যোগ্যদের ঝুলি, থাকে সদা ফুলি, অযোগ্যদের চেয়ার, করে সদা নরবড়। এতক্ষণ শুধু যোগ্য, অযোগ্যদের পার্থক্য নিয়ে আলোচনা করলাম।এখন যোগ্যতা হাসিল করব কেমনে? কথায় বলে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমিও এ কথার সমর্থক।যোগ্যতা তো আর দোকানের সদাই না যে টাকা পয়সা দিয়ে খরিদ করে নেব। যোগ্যতা গোবরে ফোটা পদ্মফুলের চেয়ে দামী। মেশকে আম্বরের মতন সুভাসময়। তাই যোগ্যতাকে পেতে হলে অক্লান্ত মেহনত করতে হবে। যোগ্যতার তরে ভোগ- বিলাসিতাকে মাটি চাপা দিতে হবে। মোদ্দাকথা বিনীদ্র রজনীর সাদক হতে দেব। 

আরো সুন্দর সুন্দর লেখা পড়তে ক্লিক করুন

Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান