মুসলিম আজ বিজাতিদের বেড়াজালে বন্দি কেন?
মুসলিম
কলমেঃ আব্দুল মুকিত রাজি
(1)
দুনিয়া জুড়ে মুসলিম সবে
এক আল্লার অনুসারী,
কারো অর্চনা করেনা ওরা
মহান আল্লাহ ছাড়ি।
কাউকে পাইনা ভয় যে কভু
আল্লাহ তায়ালা বিনে,
কাদিয়া উঠে দিল তাহাদের
রাসুলের অপমানে।
ধর্ম তাদের সর্বশ্রেষ্ঠ, নাম
ইহার ইসলাম,
ভালো কাজের সঙ্গি তারা
খারাপ কাজের যম।
কুরআন তাদের সংবিধান
আর সুন্নাহ ওদের পথ,
খোদাপ্রদত্ব মত ছাড়া তারা
মানে না ভিন্ন মত।
বাতিলের সাথে কভু করেনা
হক্ব নিয়ে সমঝোতা,
জালিমের সামনে নত করেনা
কখনো তাদের মাথা।
(2)
মুসলিম আজ ভুলে গেছ তব
পূর্বের ইতিহাস,
তাই তো তুমি হয়ে গেছ আজ
বিজাতিদের দাস।
করেছে শাসন যেই বীর জাতি
নিখিল দুনিয়ায়,
সে জাতি কেন আটক থাকে
জালিমের জেলখানায়?
শুন কিভাবে দিকেদিকে আজ
কান্না মাজলুমের?
দিল কি তবে হয়ে গেছে হায়!
পাথর তোমাদের?
রাখতে টিকে বিজাতির মান
ঝরাও ভাইয়ের প্রাণ,
কোন মুখেতে দাবি কর ফের
তুমি খাটি মুসলমান?
(3)
হিংসা, বিদ্বেষ চিরতরে ভুলে
হাতে হাত রাখিয়া,
বিজাতিদের থাবা হতে আনো
জয়মালা কাড়িয়া।
আজাদীর ডাক দাও ছড়িয়ে
উত্তর হতে দক্ষিনে,
কেঁপে উঠে যেন নিখিল ধরণী
তোমাদের নাম শুনে।
জ্ঞানে,গুণে যেন হরহামেশা
তোমারাই থাকো সেরা,
নব উদ্যমে জেগে উঠ ফের
থেকো না হয়ে মরা।


আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন
ReplyDelete