মহান স্রষ্টার মহান গুনাবলী



  স্রষ্টার গুনাবলী 


স্রষ্টা একক, সম্পাদনকারী,

 সর্বশক্তিমান,


আকৃতিদাতা, সৃষ্টিকারী, 

উনিই মর্যাদাবান। 


উপকারকারী জীবনদাতা, 

অনুগ্রহকারী, 


পরমসহনশীল,,মৃত্যুদাতা, 

দোষমার্জনাকারী। 


মহাজ্ঞানী, হিসাবরক্ষক,

 রিযিকদাতা, 


সর্বদর্শী,ন্যায়বিচারক, 

শান্তিদাতা। 


সমবেতকারী, প্রসংসিত, 

পরাক্রমশালী, 


অভাবমোচনকারী, মহাউন্নত,

 সম্পদশালী।

 

সর্বশ্রোতা, বিজয়দাতা, 

গৌরবান্বিত, 


সত্যস্বরুপ,সম্মানদাতা, 

মহিমান্বিত। 


অমুক্ষাপেক্ষি,খুব দয়ালো,

অতিব প্রবিত্র,


এগুলো হল মহাপ্রভুর 

কয়েকটি গুন মাত্র। 


ত্রুটিহীন, অদ্বিতীয়, 

আল্লাহর গুণ অশেষ, 


সারাজনম লেখি ও যদি 

তবুও হবে না শেষ। 



Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান