কুরআনের আইন


যদি এই ধরণীর দেশে দেশে 
কুরানের নীতি চলে, 
দূর্নীতিহীন সান্তসমাজ হবে 
এই আইনের ফলে।
থাকবে না আর খুন-খারাবী 
শুষণ, অত্যাচার, 
কৃষক,শ্রমিক সবাই পাবে 
ন্যায্য অধিকার।
বিকল্প নেই কোন পথ আর 
শাসক, জনতার।
তাই প্রয়োজন চালু করা
সনদ মদিনার। 

Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান