প্রিয় রাসুল
হে মোর প্রিয় রাসুল
রিদয় যে মোর ব্যাকুল,
শুধুই তোমার প্রেমে।,
হয়ে পাগলপারা
লিখি যে কত ছড়া
তোমার মধুময় নামে।
আমার ডানা থাকতো যদি
দিতাম পাড়ি পাহাড়, নদী
যেতাম উড়ে তোমার দেশে,
তোমার দেশ যে বহু দূর
ডানও যে নাইযে মোর
এ কষ্টে অহনির্শ কাদি একা বসে।
তোমার দেখানো পথে
তোমার উত্তম মতে
চলবো সারাটি জীবন,
তোমার প্রেমের বাতি
হতে দেব নাক্ষতি
যতই আসোক ঝড়, প্লাবন।

হে রাসুল তোমায় খুব ভালোবাসি।
ReplyDelete