কলমেঃ আব্দুল মুকিত রাজি মম একজন বন্ধু আছে কথা খুবই মিষ্টি, কমোল তাহার হস্তছোয়া মায়াবী তার দৃষ্টি। দুখ-আনন্দে সব মূহুর্তে থাকে মম পাশে, মম বিষাদে ব্যাথিত হয় মম সুখে হাসে। করেনা বন্ধু রাগ কখনো মমাচার, ব্যবহারে, সত্যবাদী, খুউব দরদী কুল মানবের তরে। বন্ধুকে তাই আমিও যে ভালোবাসি ভীষণ, মনে করি সেও আমার আপনদের একজন। বন্ধু তোমার কাছে আমার থাকবে সদা আশা, রাখবে ঘিরে তুমি মোরে দিয়ে ভালোবাসা
সুন্দর প্রকাশ!!!
ReplyDelete