রোমান্টিক বাংলা কবিতা

 ,,,প্রেমকামী,,,

শুধু চেয়ে থাকি 

দেখি তব আঁখি

বলিতে পারিনা কিছু লাজে,

দর্শিয়া মোরে

ভেবোনা ওরে

ছেলেটা মনে হয় খুব বাজে।

বাজে নয় আমি 

তব প্রেমকামী

তাই বসে রয় চেয়ে তব পানে,

তুমি গুণবতী

মম প্রেমবাতি

তব প্রেম সদা মম দিলগহীনে।

যদি ইহকালে

মিলন না মিলে 

চিরতরে চলে যাব ওপার দেশে। 

তব ভালোবাসা

হর হামেশা

মম আত্মার সাথে রবে গো মিশে। 

করিবে তালাশ

ফেলবে নিঃশ্বাস 

পাবে না কোথাও খুঁজে মোরে আর,

ওরে মায়াহীন

বুঝবে সেদিন

কতটুকু প্রেমী আমি ছিলাম তোমার। 

চাহিবে যেথায় 

তব নয়নতারায়

ভাসিবে গো প্রিয়া শুধু আমার ছবি,

মোর কাব্যপাতায়

স্রেফ তোমার কথাই

লেখে যাব চিরকাল, আমি নীরব কবি।











 





  

 









Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান