হৃদয়ে পোষা প্রেমের এক অপূর্ব কবিতা,এক ছবি
এক ছবি
~আব্দুল মুকিত রাজি
জীবনের সপ্ন যখন
বসে বসে ভাবি,
মনের মাঝে আমি আকি
কার যেন এক ছবি।
যেই দিন সে আসবে আমার
জীবন তরীতে,
চিত্তে আমার সুখের বাশি
রিদয়েতে ঢেউ খেলে মোর
তারই ভালোবাসা,
এই ধরাতে তাকে পেলে
পূর্ণ হবে আশা।

সুন্দর প্রকাশ
ReplyDelete