মুসলিম শাসিত আন্দালুস নিয়ে কিছু কথা ও কিছু ব্যাথা


 


এক

নিচের বইটির নামঃ আন্দালুসের ইতিহাস, 

লেখকঃ আরব বিশ্বের খ্যাতনামা কলামিস্ট ড. রাগিব সারজানী,

 বাংলা অনুবাদকঃ আবু মুসআব উসমান,

বিষয়ঃইতিহাস তথা অতীত আন্দালুস আর বর্তমান স্পেনের ইতিহাস, 

প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে দুই খন্ডে। 



দুই,


আজ এই বইটি পড়তেছিলাম আর চখের জল খুব জোর করে আটকে রাখছিলাম তবুও কয়েক ফোটা জল ইচ্ছার বিরুদ্ধেই গড়িয়ে পড়ে। তবে এই কান্না আবেগের নয়, বেদনার কান্না। এই বই সেই মুসলিম বীর তারেক বিন জীয়াদের কথা স্বরণ করিয়ে দেয়। এই বই আটশত বছরের মুসলিম শাসিত আন্দালুসের কথা , কর্ম। বর্তমান সভ্য ইউরুপ গড়ে উঠার পিছনে অসামান্য অবদান এই মুসলিম শাসিত আন্দালুসের। কিন্তু ভাগ্যের লিখন যায় কি মুছন? এক সময় যেই দেশের মসজিদ হতে পাঁচ বেলা আজানের সুমধুর ধবনি ভেসে আসত। যেই দেশে ছিল ওলি_আওলিয়াদের পদচারণ। আর এখন সেই দেশের মসজিদগুলো হয়েছে গীর্জায় রুপান্তরিত। ইসলাম ধ্বংসের কেন্দ্রবিন্দু। একজন মুসলিম হয়ে সেই দূঃখ, কোথায় রাখি!! এই অপমান কিভাবে সহ্য করি!! তাইতো ইচ্ছার বিরুদ্ধেই গড়িয়ে পড়ে নয়নাশ্রু। 



 তিন,


হে বিশ্ব মুসলিম তোমারা এই পৃথিবীতে উড়ে এসে জুড়ে বসোনি, তোমাদের ইতিহাস, ঐতিহ্য সবই আছে।আছে তোমাদের পূর্বপুরুষদের গৌরবময় কীর্তিগাঁথা। শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ গ্রন্থ। বিজাতিদের শিকলে বাঁধা না থেকে, ভেঙে ফেলো সেই শিকল। ধরো আজাদীর গান। গোলামীর কুয়াশার আড়ালে ডোবে যাওয়া মুক্তিসূর্য করো ফের নবোদয়। একতার ঝান্ডাতলে এক হও দ্বেষ_বিদ্বেষ ভুলে। দাড়াও মুসলিম নির্যাতিতদের পাশে।পরিশেষে এই অঙ্গীকার করো যে শরীরে এক ফোটা রক্ত থাকতে কোন মুসলিম কে বিজাতিদের হাতের খেলনা হতে দেব না।



Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান