মৃদু শীতল সমীরে বিষন্ন বিকেলের বাংলা কবিতা। কষ্টময় বিকালের কবিতা


শেষ বিকালের মৃদু শীতল  সমীরে, 

দাঁড়িয়ে আছি নদীর অনুতি দূরে। 

ভাবনার তরঙে আন্দোলিত হৃদয় ,

তবে বিষাদ বেদনায় ঘেরা থাকে প্রায়ই, 

সুখ দুখ,হাসি,কান্নার সমুষ্টির নামই জীবন,

এই জীবনটাতেই দেখা দেয় নানান প্রয়োজন,

প্রেম ভালোবাসা,মায়া, আকর্ষণ, আসক্তি,

কারো প্রতি ঘৃণা, রাগ হিংসা কারো প্রতি ভক্তি।

সবাই নিজেকে প্রকাশ করতে, করে অভিনয় 

দিন শেষে মনে হয় আসলে কেউ কারো নয়।




Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান