ধারাবাহিক সাহিত্য কথন। সাহিত্যের আলোচনা। সাহিত্যের প্রয়োজনীয় বিষয়াদি।Serial literary narration. Discussion of literature. The essentials of literature


 লেখার প্রতি আমার খুবই আগ্রহ, যখন বড় বড় লেখকদের লেখাগুলো পড়ি, তখন ভাবি যদি আমিও এভাবে লিখতে পারতাম। তাহলে মানুষের কাছে সত্যের আলো ছড়িয়ে দিতে পারতাম, কারণ লেখালেখি একটি অন্যতম প্রচার মাধ্যম। আমার দেখা মতে অনেকেই এমন আছে, যাদের লেখা খুব চমৎকার লেখার ধরন বেশ আকির্ষণীয়, বানানশৈলী খুব নিপুণ। কিন্তু লেখার বিষয়বস্তু একেবারে নিম্নশ্রেণীর।রুচিবোধ একেবারে থার্ডক্লাসের। এই সব লেখা শুধু পাঠকের পাঠ্য, এর থেকে বেশি উপকার লাভ করা যায় না। শব্দের ঝংকার ঠিকই পাওয়া যায় কিন্তু আত্নার খোরাক নয়। সাময়ীক মজা পাওয়া যায় তবে স্থায়ী মজা নয়। তাই লেখালেখির ক্ষেত্রে যাদের হাত পাকা, তাদের উচিৎ লেখার পাশাপাশি বিষয়বস্তুর প্রতিও বিশেষ খেয়াল রাখা। লেখার আগে বিষয়টার সম্যক ধারণা লাভ করে তারপর লেখা।এতে নিজের লেখাটাও পূর্ণতা পাবে এবং পাঠক-পাঠিকারাও কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। আর হে লেখক মানদন্ডও কিন্তু গঠনশৈলী,বানানের নিপুণতা,বিষয়বস্তু, লেখকের চিন্তাধারা ইত্যাদির সমন্বয়ে, তাই লেখার সময় উচিৎ প্রতিটা বিষয়ের যথাযথ মান ঠিক রেখে কলম চালানো। তাহলেই প্রাকাশ পাবে একটি ঝকঝকে-ফকফকে চমৎকার লেখা এবং লেখকের লৈখিক যোগ্যতা। আর আমার মতো সাহিত্যপ্রেমীরাও পাবে অগ্রপথে চলার পরম প্রেরণা। 



Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান