হৃদয়ের ক্যানভাসে প্রিয় নবীর প্রীতি
ইচ্ছা ছিল
কলমেঃ আব্দুল মুকিত রাজি
ইচ্ছা ছিল মনের মাঝে
যাব মদীনায়,
সাদা কাপড় পরে আমি
যাব যে মীনায়।
ইচ্ছা ছিল দয়ার নবীর
রওজা শরীফ দেখতে,
মায়ার নবীর কাছে গিয়ে
দুরুদ শরিফ পড়তে।
ইচ্ছা ছিল আমার মরন
হবে নবীর দেশে,
চিরনিদ্রায় যাব আমি
নবীর রওজার পাশে।


Comments
Post a Comment