ঘুমের দেশে কল্পনাময় প্রেমের কবিতা।Ilove you

 


          আইলাভ ইউ 

কলমেঃ আব্দুল মুকিত রাজি 


ঘুমের দেশে নাবীক বেশে 

              চলছি জাহাজ নিয়ে, 

পরী সেজে মোর জাহাজে 

              উঠল একটি মেয়ে। 


 গায়ে শাড়ি হাতে চুড়ি 

             পায়ে আলতা মেখে, 

মায়াবিনী মনকারিনী 

             আসছে আমার দিকে। 


কাছে এসে বলল যে সে 

              দেখছে নাতো কেউ?

কমোল সুরে বলল মোরে 

              হায়! আইলাভ ইউ। 



Comments

Post a Comment

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান