প্রথম সাক্ষাৎের রোমান্টিক মূহুর্তের রোমান্টিক কবিতা।প্রথম দেখা

 


কলমেঃআব্দুল মুকিত রাজি 

মজনু ছিল লায়লার প্রেমে 

সীমাহীন আশিক, 


তোমার প্রেমে পাগল আমি 

মজনুর চে অধিক। 


প্রথম যেদিন তোমার সাথে 

হয়েছিল মোর দেখা, 


এরপর থেকে মোর রিদয়ে 

তোমার ছবি আকা। 


সামান্যকাল তুমি আমার

 হলে চোখের আড়াল, 


তনও মনে রিদয় কোনে 

উঠে উতালপাতাল। 


দিলযে আমার বাধলে তুমি 

তোমার মায়ার ডোরে, 


তোমার প্রণয় বেধেছে বাসা 

আমার সত্ত্বা জুড়ে। 



Comments

Popular posts from this blog

বই প্রেমী

পড়ন্ত বিকালের সুন্দর কবিতা

মিষ্টি বন্ধু

বিকাল

রাসুলের গুনগান