আমার প্রাণের জননী দুখিনী মাকে নিয়ে আমার এই কবিতা, মা।
![]() |
মা
তোমায় ভালোবাসি মাতা আমি সর্বাপেক্ষা বেশি,
ভুলে যায় বেদনা যখন দেখি তোমার হাসি।
অবুঝ, অসহায় ছিলাম যখন শিশুকালে,
স্নেহের সাথে জড়িয়ে নিতে আমায় কোলে।
জেনে না জেনে দিয়েছি তোমায় কষ্ট, যাতনা,
আমি অপরাধি তোমার কাছে করি ক্ষমা পার্থনা।
তব ছেড়া ফারা সোহাগ মিশ্রিত আচল খানি,
পান্না,হিরা, মুক্তার চেয়ে দামী বলে আমি জানি।
স্বার্থছাড়া ভালোবাসেনি মোরে কেউ কোনদিন,
মাগো তুমিই ভালোবাস মোরে শুধুই স্বার্থহীন।
তোমার তরে দেখেছি ধরণীর আলো, বাতাস,
শান্তনা দাও হলে কখনো কোন বিষয়ে হতাশ।
তোমার সমীপে মাগো চিররিনি আমি ত্রিভুবনে,
পারব না আমি করিতে শোধ এ ঋণ কোন ক্ষনে।

সুন্দর প্রকাশ
ReplyDelete