আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ)এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। হেফাজতের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ)এর মৃত্যু।
তোমারে নিয়ে লেখব কি আজ
কলম গেছে থমকে,
তব চলেযাওয়ারই বিচ্ছেদব্যাথা
ক্রমশ বাড়ছে বুকে।
কেমন রতন ছিলে তুমি হায়!
বুঝবে এবার জাতি।
আজ আমাদের এতিম করিয়া
হয়ে গেলে তুমি স্মৃতি।
কেমন করে সইবো প্রিয় আমরা
তোমার বিচ্ছেদব্যাথা!!
কে শুনাবে আমাদেরে আজ
হক্ব-সত্যের কথা?
খোদার কাছে দুহাত তুলিয়া
করিগো মোনাজাত,
তোমার মাকাম হোক গো প্রিয়
আলোকিত জান্নাত।
,,আজ ১৯/৮/২০২১ ইংরেজি, আজ হেফাজতের আমীর, স্বনামধন্য আলেমে দ্বীন, বাতিলের আতংক, আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ) মৃত্যুবরণ করেন।
,,,হযরত জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লা এর মৃত্যুতে আমারা গভীর শোকাহত। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুক।
Comments
Post a Comment